চট্টগ্রামের নগরীর ইপিজেড থানা এলকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) রাত ৯টার দিকে আকমল আলী পকেট গেইটমুখী রেলবিট সংলগ্ন রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. রিফাত (১৯) নামে একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোরিন্দা বাজার এলাকার বাসিন্দা। আহত রিফাত ইপিজেড থানার ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সাইড পাড়ার মালুর বাড়ির মো. মিন্টুর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে হাতির আক্রমণে যুবক নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে আকমল আলী পকেট গেইট এলাকা থেকে রিকশায় মূল সড়কের দিকে যাচ্ছিলেন মেহেদী ও রিফাত। তখন রেলবিট ৪ রাস্তার মোড়ের আগে মেসার্স আশা মনি এন্টারপ্রাইজ নামে একটি ফটোকপির দোকানের সামনে তাদের রিকশা থামায় কয়েকজন।
এরপর ওই দুই তরুণকে মারধর করে রিকশা থেকে নামিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে গেলে ছুরি ঘটনাস্থলে ফেলেই দৌঁড়ে পালিয়ে যান তারা। পরে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘ছুরিকাঘাতে আহত দুইজনকে হাসপাতালে আনা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত