চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে আটকের দাবি করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাতে উপজেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক যুবক রহুল আমিন (৩০) উপজেলার বাগিচাপাড়ার আনারুলের ছেলে।
বৃহস্পতিবার ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজমতপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে অস্ত্র পাচার করে নিয়ে আসবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই এলাকার ১৮১/১০ এস নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে একটি আম বাগানে অবস্থান নেয়।
আরও বলা হয়, রাত ১০টার দিকে পাঁচজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে এবং একজনকে আটক করতে পারলেও চারজন অন্ধকারে আম বাগানের মধ্যে পালিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, আটক চোরাকারবারীর কাছ থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও একটি হাসয়া উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।