আম পরিপক্ক হলেই গাছ থেকে পাড়া যাবে ও বাজারজাত করা যাবে বলে জানানো হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আম নিয়ে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।
কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলামসহ আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম। সপ্তাহ দুই পর আম পাকতে শুরু করবে। আম পাড়া ও বাজারজাত করার জন্য কোন সময় বেঁধে দেয়ার সিদ্ধান্ত হয়নি। তবে আম পরিপক্ক হলেই পাড়া ও বাজারজাত করা যাবে। আম পাকাতে কোন কেমিক্যাল ব্যবহার করা যাবেনা।
করোনা পরিস্থিতিতে আমের বাজারজাতকরণ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আম চাষি ও ব্যবসায়ীরা যেন সমস্যায় না পড়েন এবং নিরাপদ আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হবে।
কৃষি বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জে ৩৩ হাজার ৩৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। আর এ থেকে এবার জেলায় আম উৎপাদনের লক্ষমাত্রা ধারা হয়েছে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন।