চাঁপাইনাবগঞ্জে মাদকদ্রব্য বহনের অভিযোগে ২ ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৫৫০ গ্রাম হেরোইন ও ২৮৫টি ইয়াবা ট্যাবলেট জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে সফিকুল ইসলাম (২৯) ও জুয়েল রানা (২৬)।
রবিবার (২ জুন) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুকনাপাড়া গ্রামে গ্রেপ্তারদের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি ৫৫০ হেরোইনসহ ২৮৫টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫ লাখ ৪৫ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। এ সময় ২ ভাইকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ জন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।