চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে সাত হাজর পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক আব্দুল কুদ্দুস (২৬) শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া এলাকার আকবর আলীর ছেলে।
৫৯ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি একটি টহল দল সীমান্তবর্তী নামোচকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় আব্দুল কুদ্দুসকে আটক করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।
অন্যদিকে বিজিবির আরেকটি টহল দল শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ১৮৪/৪-এস নম্বর সীমান্ত পিলারের বাটুলপাড়া এলাকায় এক চোরাকারবারিকে ধাওয়া করলে তিনি একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে ব্যাগটি থেকে এক হাজার ৮০৬ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: প্রতিষ্ঠা বার্ষিকী: হিলি সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার
উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য পাঁচ লাখ ৪১ হাজার ৮০০ টাকা।
এ দুই ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।