চাঁপাইনবাবগঞ্জে পৈতৃক জমি বুঝিয়ে না দেওয়ায় দাদার বাড়িতে ককটেল হামলা ও ভাঙচুর চালিয়েছে রিসাত নামের কিশোর গ্যাংয়ের এক নেতা।
বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধুমি হায়াতপুর গ্রামে আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
আরও পড়ুন: কুমিল্লায় ২ কিশোর গ্যাংয়ের সংঘর্ষ: গ্রেপ্তার ১৬, অস্ত্র-ককটেল জব্দ
বড় ছেলেকে জমি বুঝিয়ে না দেওয়ার কারণে নাতি রিসাতের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রায় অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বাড়ির জানালা, দরজা ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে বলে অভিযোগ বৃদ্ধ আব্দুস সালামের।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ককটেলবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।