চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ১টি ভারতীয় পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ মদ ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বুধবার (২ অক্টোবর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির ধারণা আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যেই অস্ত্র এবং গোলাবারুদ ও মাদক পাচার করার চেষ্টা করা হয়।
বিজিবি জানায়, ফতেপুর সীমান্ত ফাঁড়ির টহল দল বুধবার রাত ৩টার দিকে ফতেপুর সীমান্ত পিলার এলাকায় অভিযান চালায়। এ সময় দুইজন লোক ভারত থেকে একটি বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত বস্তা থেকে একটি ভারতীয় পিন্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।