জেলা পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রিতে বাধা না দেয়াসহ তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন না করার অভিযোগ ও মাদকবিরোধী অভিযানে ব্যর্থতার প্রমাণ পাওয়া যায় ওসি শেখ গণি মিয়ার বিরুদ্ধে। সেই সাথে পুলিশ বাহিনীতে তার অধীনস্থ পুলিশ সদস্যদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখতে ব্যর্থতার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
ওসি প্রত্যাহারের তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, মাদকের সাথে সম্পৃক্ততা ও দায়িত্বে গাফিলতির অভিযোগে জীবননগর থানার ওসি শেখ গণি মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, মাদকের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত জেলার কোনো পুলিশ সদস্যদেরকেই ছাড় দেয়া হবে না। শুধু মাদকই নয় বরং যেকোনো অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, একই অভিযোগে রবিবার রাতে জীবননগর থানার সাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদুজ্জামানকেও প্রত্যাহার করা হয়েছে।