চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধামকির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে। আটক ২ জনকে থানায় নেওয়া হয়েছে।
বুধবার সকালে জীবননগর ও দামুড়হুদা থেকে তাদের আটক করা হয়। পরে আবু সিদ্দিক মেম্বারকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
আটকরা হলেন- জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের সাখাওয়াত হোসেন ও দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ানের ২নং ওয়ার্ডের মেম্বার আবু সিদ্দিক।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, দামুড়হুদা কুড়ালগাছি ইউপির মেম্বার আবু সিদ্দিক আনারস প্রতীকের প্রার্থী আলি মুনছুর বাবুর পক্ষে কাজ করছে। সকালে ভোট শুরু হলে তিনি প্রভাব বিস্তার করে ভোটারদের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা দেয়।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: নাটোরে ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সাইফুল ইসলাম সাইফ ৭ দিনের কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়। সকাল ৮টায় উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড.কিসিঞ্জার চাকমা বলেন, আমরা সার্বক্ষণিক টিম নিয়ে পর্যবেক্ষণে আছি। কয়েক জায়গায় অপ্রীতিকর ঘটনা ছাড়া পরিস্থিতি স্বভাবিক আছে।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, ‘২ জনকে আটক করা হয়েছে। একজনকে ৭ দিনের করাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহাদয়। আরেকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জীবননগর উপজেলার কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের ভোট দিতে বাধা দেন কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমানের সমর্থক সাখাওয়াত হোসেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে জীবননগর থানায় নেয়।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দামুড়হুদায় মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ৮২০ জন। নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৯৪১ জন ও পুরুষ ভোটার ১লাখ ২৪ হাজার ৮৭৯ জন। ৯৬টি কেন্দ্র ভোট গ্রহণ সম্পর্ণ হবে।
জীবননগর উপজেলায় দুই জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ২১৫ জন। নারী ভোটার ৭৬ হাজার ৩০০ জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ৯১৫ জন। ৬২টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে।