গাজীপুরে টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: রাজধানীর মোহাম্মদপুরে ৩ ছিনতাইকারী আটক, দেশীয় অস্ত্র জব্দ
পুলিশ জানায়, টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পাশের বালুর মাঠে নিয়ে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মোবাইল ফোন ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এই যুবক নিহত হয়।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।