জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে ইয়ানুল হোসেন (৩১) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শালাইপুর বাজার- ঢাকারপাড়া সড়ক মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল মোমিন (২২) আহত হয়েছেন।
ইয়ানুল ও মোমিন পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের আলম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে উপজেলার শালাইপুর বাজার-ঢাকার পাড়া সড়ক মোড়ে যুবদল কর্মী ইয়ানুল ও তার ভাই মোমিনের ওপর প্রতিপক্ষরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ইয়ানুলকে উদ্ধার করে পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মোমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা।
জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক গোলাম রব্বানী রাব্বি জানান, জেলায় বর্তমানে যুবদলের কোনো কমিটি নেই। তবে ইয়ানুল যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে ছিলেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুলের মৃত্যু হয়েছে। এ ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ জয়পুরহাট জেলা শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।