গত মৌসুমের প্রায় ৬৫ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে শুক্রবার বিকাল থেকে দেশের বৃহত্তম চিনিকল জয়পুরহাট সুগার মিলস লিমিটেডে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
বিকাল সাড়ে ৪টায় মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন আকন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিকরা এক সাথে আখ নিক্ষেপ করে আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের কৃষি বিভাগের মহাব্যবস্থাপক আব্দুস ছালাম ফকির জানান, চলতি মৌসুমে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪০ কর্ম দিবসে ৪ হাজার ৬৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মহাব্যবস্থাপক (অর্থ) মো. রাব্বিক হাসান জানান, আগের মৌসুমে এই চিনিকলের লোকসান ছিল ৬৫ কোটি টাকা।