জয়পুরহাটে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগির আসনে (সিট) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্টেশন ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন ছেড়ে আসার পর ট্রেনের সিট জ্বলন্ত অবস্থায় শুক্রবার রাতে ট্রেনটি জয়পুরহাট রেল স্টেশনে পৌঁছে। এ সময়ের মধ্যে আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিট পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: সিলেটে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী 'উত্তরা এক্সপ্রেস' মেইল ট্রেনটি শুক্রবার রাত প্রায় সোয়া ১১টার দিকে জামালগঞ্জ স্টেশন ছেড়ে জয়পুরহাট স্টেশন অভিমুখে যাত্রা করে। ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছা মাত্র একটি বগিতে আগুন দেখতে পেয়ে স্টেশন ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছে। আগুনে একাধিক সিট পুড়ে গেছে। পরে স্টেশন ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। পরে ট্রেনটি যথারীতি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
আরও পড়ুন: অবরোধ: টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন