ভারতে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ছয় বাংলাদেশিকে ফেরত নেওয়া হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকালে সীমান্তবর্তী শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাঘাডাঙ্গা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে ওই ৬ জনের সম্পর্কে জানানো হয়। সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের তাদের আটক করার কথা জানায় বিএসেএফ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুশইন করা ভারতীয় দম্পতিকে বিএসএফের কাছে হস্তান্তর
আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ছয় বাংলাদেশির নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবিকে সরবরাহ করে বিএসএফ। একই সঙ্গে তাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। এরপর বিজিবি যাচাই-বাছাই করে তাদের পরিচয় শনাক্ত করে।
পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার বিকাল পৌনে ৫টার দিকে সীমান্তবর্তী ৬০/৮৫ নম্বর পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির প্রতিনিধি হিসেবে খোসালপুর বিওপির কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আটক ছয় বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ফেরত নেওয়া ওই ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।