গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের দুই প্রতিনিধিকে গুলি করে টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে টঙ্গী আনারকলি রোডে ঘটনাটি ঘটে।
এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরিফ হোসেন (২৭) ও ছুরিকাঘাতে আহত হয়েছেন আজাদ হোসেন (২৯)। এদের মধ্যে আরিফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশ কর্মীদের দাবি, তাদের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মোটরসাইকেলে চড়ে আরিফ ও আজাদ টঙ্গীবাজার ও আশপাশের এলাকার বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা সংগ্রহ করে আনারকলি রোড হয়ে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের জে অ্যান্ড সন্স নামক বিকাশ এজেন্টের অফিসে যাচ্ছিলেন। আনারকলি রোডের মাঝামাঝি আসামাত্র তিন ব্যক্তি মোটরসাইকেলে চড়ে এসে তাদের গতিরোধ করে। এ সময় তাদের সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে তারা বাধা দেন। পরে দুর্বৃত্তরা আরিফের বুকে গুলি করে এবং আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর গুরুতর আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা জানান, আরিফকে ঢামেকে পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, টাকা ছিনতাই ও গুলির ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে কত টাকা ছিনতাই হয়েছে, তা নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি।