টাঙ্গাইলে সুবিধাবঞ্চিতদের জন্য চালু হয়েছে খাবার হোটেল। ব্যতিক্রমী এ হোটেলে মাত্র ১০ টাকায় পেট ভরে খেতে পারছেন নিম্ন আয়ের মানুষেরা।
সোমবার (৩০ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী গ্রামে ‘ক্যাফে ৭১ রেস্টুরেন্টে’ ১০ টাকার হোটেল চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'শিশুদের জন্য ফাউন্ডেশন'।
ব্যতিক্রমী এ হোটেলে মাত্র ১০ টাকার বিনিময়ে ডিম খিচুড়ি বা মুরগি খিচুড়ি বা মুরগি ভাত খেতে পারছেন সুবিধাবঞ্চিত মানুষেরা।
টাঙ্গাইলের বোয়ালীতে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক যোগানের জন্য প্রতিষ্ঠিত ক্যাফে ৭১ রেস্টুরেন্টে এই ১০ টাকার হোটেল চালু করা হয়েছে।
১০ টাকায় পেট পুরে খেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
আরও পড়ুন: এক টাকার রেস্টুরেন্ট!