যশোর সদর উপজেলায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার বসুন্দিয়া সিঙ্গিয়াই নামক স্থানে এই ঘটনা ঘটে।
যশোর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।
লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩০, আহত ৬০
সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের মধ্যে চলাচল বন্ধ