ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২ দশমিক ৫৮ শতাংশ।
জেলা সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও সদরে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাছাড়া পীরগঞ্জে ১৫ জনের মধ্যে ছয় জন, রাণীশংকৈলে সাত জনের মধ্যে একজনের, বালিডাঙ্গীতে চার জনের মধ্যে দুজনের ও হরিপুরে ১৪ জনের মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন জেলায় ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
জেলায় এখন পর্যন্ত আট হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন সাত হাজার ৫০৬ জন। মোট মারা গেছেন ২৪২ জন।
সিভিল সার্জন বলেন, ঠাকুরগাঁওয়ে করোনার সংক্রমণ বাড়ছে। মানুষের মধ্যে রয়েছে উদাসীনতা। এ অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখীতা ঠেকানো সম্ভব হবে না।