রাণীশংকৈল
ঠাকুরগাঁওয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে টানা তিন দিনের বৃষ্টিতে গর্তে জমে থাকা পানিতে পড়ে সানজিদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাণীশংকৈল পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভান্ডারা গ্রামে ঘটনাটি ঘটে।
মৃত সানজিদ ওই গ্রামের ফল ও সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
আরও পড়ুন: ভারতের বিহারে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু
স্থানীয়রা জানায়, রান্নাঘরে সানজিদের মা কাজ করছিলেন। কিছুক্ষণ পর সানজিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানি থেকে সানজিদকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু
২ মাস আগে
ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন ও তসলিমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার খঞ্জনা এলাকার কুলিক নদীতে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু
নিহতরা হলো- খঞ্জনা গ্রামের ইব্রাহিমের একমাত্র মেয়ে ইয়াসমিন (১০) এবং দিনাজপুর সদর রেলস্টেশন এলাকার ইউসুফ আলীর একমাত্র মেয়ে তসলিমা (৮)।
নদীতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে তারা দুইজন মিলে খেলছিল। পরে তারা দুইজন সকলের অগোচরে কুলিক নদীতে গোসল করতে নেমে ডুবে যায়৷
দীর্ঘসময় তারা ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে নদীর পানিতে দুইজনের লাশ ভেসে উঠতে দেখেন তারা।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ যুবকের মৃত্যু
মেহেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
৮ মাস আগে
অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলার সাগরিকার ঘর নির্মাণকাজের উদ্বোধন
দেশের কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় সাগরিকাকে একটি পাকা ঘর তৈরি করে দিচ্ছে রাণীশংকৈল উপজেলা প্রশাসন।
রবিবার (১৭ মার্চ) দুপুরে সাগরিকার ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গি গ্রামের দরিদ্র বাবা লিটন আলী ও মা আঞ্জুমান আরা বেগমের নবম শ্রেণি পড়ুয়া মেয়ে সাগরিকা।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলার সাগরিকার পরিবার পাচ্ছে নতুন বাড়ি
উপজেলা পরিষদের অর্থায়নে ও প্রশাসনের সহযোগিতায় এ ঘর তৈরি করে দেওয়া হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান জানান।
এ সময় উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, রাঙাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পিআইও স্যামুয়েল মার্ডি, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও হবিবর রহমান, সাগরিকার বাবা-মা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মহিলা ফুটবল: সাগরিকার হ্যাটট্রিকে ফরাশগঞ্জ এসসিকে ৪-০ গোলে হারাল এফসি ব্রাহ্মণবাড়িয়া
৯ মাস আগে
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তার আরেক বন্ধু।
মঙ্গলবার (১৩ ফ্রেরুয়ারি) বিকালে রাণীশংকৈল-নেকমরদ সড়কের কুমারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিসাদ হোসেন (২০) রাণীশংকৈল উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার টিন ব্যবসায়ী দবিরুল ইসলামের ছেলে। আহত বন্ধু স্বন্দীপ একই এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে।
রিসাদ বগুড়ার একটি কলেজের দ্বাদশ এবং সন্দীপ একাদশ শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ২
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে দুইবন্ধু রাণীশংকৈল-নেকমরদ পাকা সড়ক দিয়ে যাওয়ার পথে কুমারগঞ্জ এলাকায় গেলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তাদের মাথা ও মুখে প্রচণ্ড আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই রিসাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত স্বন্দীপকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত রিসাদের লাশ ও তার মোটরসাইকেলটি উদ্ধার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে।
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
১০ মাস আগে
রাণীশংকৈলে ৪ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের সদৃশ্য বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে মাটির নিচ থেকে পিতলের গণেশ মূর্তি উদ্ধার
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সামরাডাঙ্গী এলাকার মমতাজ আলীর পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে বিষ্ণু মূর্তিটি উঠে আসে। মাছ ধরা শ্রমিকরা সেটি ইটের কোনো বস্তু ভেবে ফেলে দেয়। পরে ওই পুকুর লিজ নেওয়া মালিক শাহারিয়ার বিপ্লব মুর্তিটি পরিস্কার করে লুকিয়ে রাখেন। পরে এটি এলাকার লোকজনের মাঝে জানাজানি হয়ে গেলে পুকুর মালিক মমতাজ আলী পরে সেটি তার বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে পরে পুলিশ গিয়ে ওই মূর্তিটি মমতাজ আলীর বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মমতাজ আলীর পুকুরে মাছ ধরা সময় শ্রমিকরা একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির সন্ধান পায়। মঙ্গলবার সকালে ওই পুকুরে জাল টেনে তোলার সময় পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের সেই বিষ্ণু মূর্তিটি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেটি দেখতে ভীড় জমায়। এরপর এলাকার লোকজন থানায় খবর দিলে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়। মূর্তিটির ওজন ৪ কেজি ১০০ গ্রাম।
ওসি আরও জানান, আপাতত মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে মূর্তিটি পাঠানো হবে।
আরও পড়ুন: দিনাজপুরের বিরলে বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ে পুকুর খননের সময় উদ্ধার কৃষ্ণমূর্তি
১০ মাস আগে
রাণীশংকৈলে নীলগাই জবাই করে গোশত ভাগাভাগি করে নিলেন গ্রামবাসী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করে জবাই করেছে এলাকাবাসী। রবিবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার বিকালে এলাকার পুকুরপাড়ের ঝোপঝাড়ে ছোটাছুটি করছিল একটি নীল গাই। গ্রামের কয়েকজনের নজরে এলে তাঁরা নীলগাইটিকে ধাওয়া করে ধরে ফেলে। খবর ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় জমান। এক সময় গ্রামবাসী নীলগাইটিকে জবাই করে খাওয়ার পরিকল্পনা করে। পরে নীলগাইটি জবাই করে গ্রামবাসী গোশত ভাগাভাগি করে নেয়।
রাতোর ইউনিয়নের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায় জানান, গ্রামবাসী একটি নীলগাই আটক করে জবাই করে গোশত ভাগাভাগি করে নিয়েছে বলে আমি শুনেছি। কাজটি তারা ঠিক করেনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, নীলগাইটি জবাই করা ঠিক হয়নি। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
খবর পেয়ে বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঘটনাস্থলে আমাদের পরিদর্শন দল পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে জেলায় ৮টি নীলগাই উদ্ধার হয়। তবে সেগুলোর একটিও বেঁচে নেই।
১১ মাস আগে
ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করেছেন স্বামী।বুধবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রাবেয়া বেগম (৩০) এবং স্বামীর নাম নাজমুল হুদা (৩৬)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, রাবেয়ার সঙ্গে ঝগড়া করার সময় নাজমুল তাকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে প্রতিবেশীরা রাবেয়াকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নাজমুল হুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিসহ থানায় এসে আত্মসমর্পণ করেন।
পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে এবং অভিযুক্ত নাজমুল হুদা পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: রংপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
কিশোরগঞ্জে কৃষক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে পুকুর খননের সময় উদ্ধার কৃষ্ণমূর্তি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও এলাকা থেকে প্রায় সাড়ে ৮ কেজি ওজনের কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে।
উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে কৃষ্ণমূর্তিটি উদ্ধার করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
জানাগেছে, বুধবার দুপুরে বনগাঁও এলাকার কালুগাঁও গ্রামে করিয়া পুকুর খননের বালু নির্মাণাধীন রাস্তায় ট্রলিতে করে ফেলার সময় স্থানীয় আহসান হাবীব (হাসান) নামে এক ব্যক্তি কৃষ্ণমূর্তিটি দেখতে পেয়ে বাসায় তুলে নিয়ে যায়।
বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানাজানি হলে রাণীশংকৈল প্রেস ক্লাব সাবেক সভাপতি ফারুক আহামদ সরকার সামাজিক যোগাযোগে ভাইরাল করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং মোবাইল কোর্টের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা পুলিশ ফোর্স নিয়ে প্রায় ৭২ ঘণ্টা পর কৃষ্ণমূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়।
রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান, সংবাদকর্মীদের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শুক্রবার বিকালে কৃষ্ণমূর্তিটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার অফিস বন্ধ থাকায় শনিবার (১৯ আগস্ট) সকালে প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে কৃষ্ণমূর্তিটি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে মাটির নিচ থেকে পিতলের গণেশ মূর্তি উদ্ধার
লোহাগড়ায় জগন্নাথ মন্দির থেকে দেব-দেবীর মূর্তি চুরি!
১ বছর আগে
রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজের শোবার ঘরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) রাতে উপজেলার বাঁচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৪৬) ওই গ্রামের মৃত জমশেদ মোড়লের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু
জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোররাতে নিজ ঘরের শয়নকক্ষে সাপে কামড়ালে প্রথমে বুঝতে না পেরে স্থানীয় ওঝার কাছে ঝাড়ফুঁক করান।
অবস্থার অবনতি হলে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, মহেষপুর এলাকার কৃষক জাহাঙ্গীর আলম সাপের কামড়ে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল জানান, জাহাঙ্গীর আলম সাপের কামড়ে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা সাপ উদ্ধার, বনে অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার পাটগাঁও এলাকায় রাণীশংকৈল-পীরগঞ্জ মহাসড়কে রাজ পরিবহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহী আল আমিন (৩৬) উপজেলার আমজুয়ান গ্রামের বেলাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
আহতরা হলেন- একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাজেদ আলী (৪২) এবং তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (৩৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এসময় আল আমিন মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহত আল আমিনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
আহতরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল জানান, ঘাতক রাজ পরিবহনের কোচটিকে পীরগঞ্জ উপজেলায় আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে