দেশে ভোজ্যতেলের দাম বেশি হওয়ায় অন্যান্য জেলার পাশাপাশি ঠাকুরগাঁও-এর বিভিন্ন স্থানে সূর্যমুখীর চাষ শুরু হয়েছে। কৃষি কর্মকর্তা বাম্পার ফলনের প্রত্যাশার কথা জানিয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাজির মোড় (বিজিবি ক্যাম্পের পাশে), শিবগঞ্জ, রুহিয়া থানার ঢোলারহাটসহ বিভিন্ন এলাকায় সূর্যমুখীর চাষ হয়েছে।
রুহিয়া থানার ঢোলারহাট মুখাবন্দি গ্রামের কৃষক ছবি লাল (৫০) এক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। তার খেতে ফুল ধরতে দেখা যায়।
গতবছর ওই জমিতে সূর্যমুখী চাষ শুরু করেছিলেন তিনি। জমিটি প্রকৃতি প্রেমীদের উপভোগের বিষয় হয়ে উঠেছে। দলে দলে তারা এখানে আসছেন এবং ছবি তুলে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
আরও পড়ুন: ফরিদপুরে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুল চাষ