ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাকে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, চালক-সহকারী গ্রেপ্তার
ডিসি জানান, মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিক মিছিল বের করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।