চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে চার কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার সকালে দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
দুবাইফেরত যাত্রী মো. সোহেল (২৮) চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার
এব্যাপারে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিক্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, বিমানবন্দরের কাস্টম ও কাস্টমস গোয়েন্দাদের যৌথ অভিযান চালিয়ে দুবাই থেকে আসা যাত্রী মো. সোহেলের ল্যাগেজ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ফের স্বর্ণ উদ্ধার
বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার সুমন চাকমা জানান, উদ্ধার করা স্বর্ণের মধ্যে ২৪ ক্যারেটের ২৬টি স্বর্ণের বার, ছয়টি গলানো গোল্ড পাত, তিনটি গোল্ড পিণ্ডো, পাঁচটি হাতের বালা, নেকলেসসহ কিছু গহনা রয়েছে। আটক যাত্রী মো. সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।