সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে মুহাম্মদ জাহাঙ্গীর সারাজীবন মানুষের কথা বলেছেন। তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন মানুষকে, দেশের মাটিকে। একজন নিখাদ দেশপ্রেমিক হিসেবে দেশের কল্যাণে নিরন্তর চেষ্টা করতেন তিনি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারী হলে সাংবাদিক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের স্মরণসভার তাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এমন বক্তব্য দেন সুধিজনরা। চাটগাঁ ভাষা পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে।
পরিষদের সভাপতি প্রফেসর ড. আবুল কাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বিশেষ আলোচক ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
স্মৃতিচারণ করেন হল্যান্ড প্রবাসী সাংবাদিক ও লেখক বিকাশ চৌধুরী বড়ুয়া। মুহাম্মদ জাহাঙ্গীরের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি আবুল মোমেন, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
স্মরণসভায় চাটগাঁ ভাষা পরিষদের উদ্যোগে চট্টগ্রাম বিষয়ক বই প্রদর্শনীরও আয়োজন করা হয়।