গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ৫৫ ফুট মিন সি লেভেল।
ফলে শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
আরও পড়ুন: আবারও বেড়েছে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি, ২ ফুট করে খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।
তিনি বলেন, রাঙ্গামাটিতে আবারও ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, কাপ্তাই হ্রদে প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকায় হ্রদে সংলগ্ন এলাকাগুলো আবারও নিমজ্জিত হচ্ছে। তাই কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।