নওগাঁয় মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে পোরশা উপজেলার নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক সুমন(২১) পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবর রহমানের ছেলে ও আজিম উদ্দিন(২৩) একই এলাকার মোতাহারের ছেলে।
জানা গেছে, আজ বেলা ১২টার দিকে তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে পোরশা উপজেলার সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় তারা নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় পৌঁছালে ইট ভাটার রাস্তা থেকে হঠাৎ করে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে মেইন সড়কের উপর এসে উঠে পড়ে। এতে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নাজমুল হক সুমন। আহতাবস্থায় আজিম উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যায়।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় নৈশ প্রহরী নিহত
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাজমুল হক সুমন ও আজিম উদ্দীনের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টর আটক করা হয়েছে। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।