নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজহার মিয়া (৪৫) ওই গ্রামের মৃত আয়দার আলী মিয়ার ছেলে ও পেশায় মালবাহী নৌকায় মাঝি।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হালিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
এ বিষয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসেন ভূইয়া জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। আগেও দু’গ্রপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এর জের ধরে শনিবার ভোররাতে এক দল অন্য দলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আহত পাঠান বাড়ির সমর্থক আজহার রবিবার ভোরে মারা যান। এসময় অন্তত ৫ জন আহত হয়।