নাটোরের গুরুদাসপুরে ধর্ষণ চেষ্টার মামলায় সেলিম প্রাং নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুর রহমান জানান, ২০১৪ সালের ২৫ জানুয়ারি গুরুদাসপুর উপজেলার বৃকাশো গ্রামের অভিযুক্ত সেলিম তার প্রতিবেশি ওই নারীর ঘরে ঢুতে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
তিনি আরও জানান, নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় সেলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা
নাটোরে হত্যা ও ধর্ষণের পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড