নাটোরের সিংড়া উপজেলায় বুধবার সন্ধ্যার শিলাবৃষ্টিতে চলনবিল অঞ্চলের প্রায় ২৯০০ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার জানান, শিলাবৃষ্টির পর থেকে উপ সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে ক্ষতি নিরুপনে কাজ করছেন।
‘এ পর্যন্ত সিংড়ার ছাতারদিঘী,রামানন্দ-খাজুরা ও সুকাশ ইউনিয়নের প্রায় ২৯০০ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। আর্থিক হিসাবে ক্ষতির পরিমান ১৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে,’ বলেন তিনি।
দ্রুত ধান কাটা সম্ভব না হলে দুঃশ্চিন্তা বাড়বে, যোগ করেন এ কর্মকর্তা।