নাটোরের সিংড়ায় স্কুলছাত্রীকে অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
আরও পড়ুন: হত্যা মামলার ১৩ বছর পর ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
বিশেষ পিপি আনিসুর রহমান জানিয়েছেন, ২০১৬ সালের ২৪ মে সিংড়া উপজেলার সোহাগবাড়ি গ্রামের আনোয়ারা উচ্চ বিদ্যলায়ের নবম শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়ার সময় স্থানীয় বখাটে আরিফ তার বন্ধুদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে বগুড়ায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা করলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড