নাটোরের গুরুদাসপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা নিহতের মাকে প্রদানের নির্দেশ দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি রনি মোল্লা (৩৩) উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী রিনা খাতুন (২০)।
আরও পড়ুন: বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড!
বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) আনিসুর রহমান জানান, দুই লাখ টাকা যৌতুকের জন্য রনি মোল্লা তার স্ত্রী রিনা খাতুনকে নিয়মিত নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর নিজ বাড়িতে স্ত্রী রিনাকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করেন রনি। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় রিনার বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে ওই বছরেরই ১৩ নভেম্বর রনি মোল্লার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার তৎকালীন পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ছোট ভাইকে হত্যায় দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড