নারায়ণগঞ্জের কাঁচপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোনারগাঁ থানায় বিএনপির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদি হয়ে ওই মামলা করেন।
আরও পড়ুন: অবৈধ নিয়োগ: জেইউএসটি’র সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা
মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজহারুর ইসলাম মান্নান, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, যুবদল নেতা শহীদুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, কাজী নজরুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাদাত সায়েম ও আফজাল কবিরসহ ১১৩ জনের নাম রয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।