বিষয়টি নিশ্চিত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে রবিবার জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ থেকে মেডিকেল অফিসার ডা. সামসুল আরেফিন কর্মস্থলে অনুপস্থিত। কর্তৃপক্ষকে মৌখিক কিংবা লিখিত কিছু না জানিয়ে তিনি হাসপাতালের নির্ধারিত দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন।
কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে ডা. সামসুল আরেফিন বলেন, তিনি আর চাকরি করবেন না। তার অনুপস্থিতিকে কোনো কোনো মিডিয়ায় নিখোঁজ হিসেবে প্রচার করা হয়েছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম।
তিনি বলেন, ‘আমরা তার সাথে মোবাইলে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি তিনি কুষ্টিয়ার খোকসায় তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। জাতির এই দুঃসময়ে কর্তৃপক্ষকে না জানিয়ে এভাবে বাড়িতে অবস্থান করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় অভিযুক্ত ডা. সামসুল আরেফিনের সাথে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আমি অ্যাজমা রোগী। বর্তমান অবস্থায় আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আর চাকরি করবো না বলে স্যারদের (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ কয়েকজনকে) বলে দিয়েছি।’