যশোরের অভয়নগরে নিখোঁজ হওয়ার একদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রমজান আলীর ছেলে নিয়ামুল ইসলামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সবিতা রানী (৫৩) ওই গ্রামের মিলন কুমার দের স্ত্রী।
মৃত্যুর প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সবিতা রানী বাড়ির পাশের বাঁশবাগানে গরুর জন্য খাবার আনতে যান। সেখান থেকে বাড়ি না ফেরায় সবিতা রানীর সন্ধানে নামে এলাকাবাসী। বাঁশবাগানে গিয়ে তার মাথার খোঁপা আর কয়েকটি বাঁশের পাতা পড়ে থাকতে দেখেন। গভীর রাত পর্যন্ত খুঁজেও না পেয়ে পরদিন আবার খোঁজাখুঁজি শুরু হয়। রাত সাড়ে ৮টার দিকে বাঁশবাগানের পাশে নিয়ামুল ইসলামের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ঢাকনা উঁচু করে সবিতা রানীর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
তবে স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিয়ামুল ইসলামের একটি মুরগির ফার্ম রয়েছে। শিয়ালের হাত থেকে মুরগি রক্ষার জন্য সেই মুরগির ফার্মের চারপাশে বিদ্যুতের তার রয়েছে। গরুর খাদ্য সংগ্রহ করতে গিয়ে সবিতা রানী বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান এবং তার মৃত্যুর ঘটনা লুকাতে নিয়ামুল সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রেখেছে বলে স্থানীয়রা ধারণা করছে। নিয়ামুল পলাতক থাকায় এ বিষয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।