কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ২৭ বস্তা টাকা। এখন চলছে গণনা।
ঐতিহাসিক এ মসজিদটিতে ৯টি দানবাক্স রয়েছে। প্রতি ৩ মাসে এই বাক্সগুলো খোলা হয়।
রমজানের কারণে আজ শনিবার (২০ এপ্রিল) খোলা হয়েছে ৪ মাস ১০দিন পর।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্তিতিতে আজ সকাল সাড়ে ৭ টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। ৯টি দানবাক্স খুলে পাওয়া গেছে ২৭ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ।
এর আগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর সেবার ৩ মাস ২০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ২৩টি বস্তায় ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গিয়েছিল।
আরও পড়ুন: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ২৩ বস্তা টাকা, চলছে গণনা