মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে জরুরি সেবা, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপারের জন্য তিনটি ছোট ফেরি রাখা হয়েছে। ওইসব ফেরিগুলো এক থেকে দেড় ঘণ্টা পর পর ছেড়ে যাচ্ছে।
আরও পড়ুন: শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণা
এদিকে, মহাসড়কের দুটি স্থানে এবং পাটুরিয়া ফেরিঘাটে মোট তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মহাসড়কের দুইটি স্পটের চেকপোস্টে তল্লাশি করে বিজিবি সদস্যরা জরুরি সেবা ছাড়া বাকি গাড়ি মানিকগঞ্জে ঢুকতে দিচ্ছে না। এতে ঘাটে যাত্রীবাহী ব্যক্তিগত গাড়ির চাপ কমে গেছে। তবে যাত্রীর চাপ কমেনি। প্রতি ঘণ্টা প্রায় হাজার খানেক যাত্রী বিভিন্নভাবে ঘাটে আসছে।
আরও পড়ুন: নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে তীব্র যানজট, ভোগান্তি চরমে
অপরদিকে, ফেরি কর্তৃপক্ষ বলেছেন, জরুরি সেবার গাড়ি পারাপারের সময় যাত্রীরা ফেরিতে ওঠে যাচ্ছে। যাত্রী থামাতে তারা পারছি না। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে ৯টি ফেরি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে । এতে কয়েক হাজার যাত্রী পার হয়েছে।