দিন যতই যাচ্ছে তাপপ্রবাহের তীব্রতা ততোই বাড়ছে পাবনায়। এত করে পাবনার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রবিবার (২১ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে এটি সর্বোচ্চ তাপমাত্রা। এর আগের দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, তীব্র গরমে মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষক, রিকশাচালক, ভ্যানচালক, ইটভাটার শ্রমিকসহ দিনমজুরদের জন্য অসহ্য হয়ে পড়েছে।
এছাড়াও তীব্র গরমে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সের মানুষ।