ফরিদপুরে এক ভ্যানচালককে খুন করে ভ্যান ছিনতাই করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার যুবকেরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মিশাই মাতুব্বরের ডাঙ্গী এলাকার আনসার মন্ডলের ছেলে লিটন মন্ডল (২৩), একই উপজেলার চর হোসেনপুর এলাকার আমিন মন্ডলের ছেলে রুমান মন্ডল (১৭) ও নতুন ডাঙ্গী এলাকার হালিম শেখের ছেলে সাহিদুল শেখ (১৭)।
এর আগে বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, থানাটির উপরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি ফরিদপুর সদরের চর গজারিয়া এলাকার একটি মেহগনি বাগান থেকে হারুন অর রশিদ নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার একদিন পর কোতোয়ালী থানায় নিহত ভ্যানচালকের স্ত্রী রহিমন বেগম ছিনতাইসহ হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।