বগুড়ার তিন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ৯ জন এবং করোনা উপসর্গ ছিল ৬ জনের।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ করোনায় দেশে রেকর্ড মৃত্যু ২১২
বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে বলেন, জেলায় নতুন করে আরও ১৭০ জন আক্রান্ত এবং তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন মারা গেছেন।
ডা. সাজ্জাদ আরও জানান, জেলায় আক্রান্তের হার ৩৩ দশমিক ২০ শতাংশ। এদের মধ্যে সদরের ৯৬ জন, শাজাহানপুরের ১৪ জন, শিবগঞ্জে ৯ জন, ধুনটের ৯ জন, গাবতলীতে ৭ জন, সারিয়াকান্দিতে ৬ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, নন্দীগ্রামে ৬ জন, শেরপুরে ৬ জন, কাহালুতে ৫ জন, সোনাতলায় ৪ জন এবং আদমদীঘিতে দুইজন।
আরও পড়ুনঃ খুলনায় করোনায় ২৭ মৃত্যু
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮৭ জন, একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২৪ নমুনায় ১২ জন এবং ১৬২ জনের অ্যান্টিজেন পরীক্ষায় আরও ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৪ নমুনায় ১৬ জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া ১ হাজার ৬২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ২২ মৃত্যু
এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে দুটি হাসপাতালে চিকিৎসাধীন ৬ জনের মৃত্যুর কথা জানিয়েছেন।