বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ২৩ জন। তবে নতুন করে কেউ এই ভাইরাসে মারা যাননি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বগুড়া সিভিল সার্জন অফিস বৃহস্পতিবার জানায়, জেলায় বুধবার দুটি পিসিআর ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ২৫ জন এবং বাকীরা অন্যান্য উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।
সূত্র জানায়, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৪৯৭ জন। জেলায় মোট মারা গেছেন ১৭৮ জন। মোট সুস্থ ৬ হাজার ৫৭৫ জন।