বগুড়া জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন কেন্দ্র ঘোষণা করা হয়েছে।
ওই হাসপাতালে ভর্তি সকল রোগী মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজীম চৌধুরী জানান, করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুত হওয়ার জন্য ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল খালি করা হয়েছে। সকালে সব রোগী বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আইসোলেশন কেন্দ্র হিসেবে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স, কর্মচারী প্রস্তুত করা হচ্ছে।
হাসপাতাল ছেড়ে আসা গাবতলী উপজেলার বাসিন্দা এক রোগী আবদুস সামাদ বলেন, ‘সোমবার রাতেই আমাদের হাসপাতাল ছাড়ার জন্য প্রস্তুতি নেবার কথা বলা হয়েছিল। সকালে হাসপাতাল ছেড়ে শজিমেক হাসপাতালে এসেছি।’