উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ে কুয়াকাটার মেরিন ড্রাইভ ও পুলিশ বক্সসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালীর নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করলেও উপকূলজুড়ে এর প্রভাব রয়েছে।
পটুয়াখালীর উপকূলীয় উপজেলা— কলাপাড়া, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙ্গাবালী ও মির্জাগঞ্জে বেড়িবাঁধের অন্তত ১৭টি ভাঙা পয়েন্ট দিয়ে অমাবস্যার প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুন: মেঘনার পানি বিপৎসীমার ওপরে, চাঁদপুরের উপকূলীয় অঞ্চল প্লাবিত
এরই মধ্যে রাঙ্গাবালীর বিভিন্ন এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়েছে। এতে করে নিচু এলাকা ও বেড়িবাঁধের বাইরের বসতভিটা, ফসলি জমি ও মৎস্যঘের প্লাবিত হয়েছে। বিশেষ করে চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে।
স্থানীয়রা জানান, অস্বাভাবিক জোয়ারে জেলার অনেকের মাছের ঘের ডুবে গেছে, কিছু ঘেরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা।
এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। থেমে থেমে বইছে দমকা হাওয়া।