বাগেরহাটের ফকিরহাটে ৯৪ কেজি গাঁজা, ১ হাজার ৫২০ পিছ ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিলসহ দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় দুই যুবককে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লকপুর বর্ণিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গ্রেপ্তার দুই যুবককে বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার যুবকরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আলী হোসেনের ছেলে মো. ফয়সাল হোসেন (২৩) এবং একই গ্রামের লথিফ খলিফার ছেলে মো. সোহেল রানা (২৬)। এ সময় অপর মাদককারবারি আক্তার মিয়া পালিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ১৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৪
মামলার বরাত দিয়ে ফকিরহাট থানা পুলিশ জানায়, একদল মাদককারবারি ফকিরহাটের লকপুর বর্ণিকপাড়া এলাকার বিথি খাতুনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। মাদকদ্রব্য খুলনা (ক) সার্কেলের একটি দল গোপন সূত্রে এমন খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে ৯৪ কেজি গাঁজা, ১ হাজার ৫২০ পিছ ইয়াবা, ৩৩ বোতল ফেনসিডিলসহ দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ সময় ওই বাড়ি থেকে মাদককারবারি দুইজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অপর এক মাদককারবারি আক্তার মিয়া পালিয়ে গেছে বলেও জানান পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা (ক) সার্কেলের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুইজন এবং পলাতক একজনসহ তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজা জব্দ, যুবক আটক: র্যাব