লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে জামাল হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন।
এর আগে সোমবার (১৪ অক্টোবর) রাতে স্থানীয় পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস এলাকা থেকে স্থানীয়রা ওই রোহিঙ্গা যুবককে আটক করে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আটক রোহিঙ্গা যুবক জামাল হোসেন মিয়ানমারের আকিয়ার জেলার মন্ডু থানার শীলখালী গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই-৯ এ বসবাস করেন।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা যুবক জামাল হোসেন পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে বাংলাদেশে ফেরত আসেন। পরে স্থানীয় লোকজন বাংলাদেশের অভ্যন্তর থেকে রোহিঙ্গা জামাল হোসেনকে আটক করে দহগ্রাম বিওপিতে হস্তান্তর করেন।
ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেন আটক যুবক। পরে তাকে পাটগ্রাম থানায় হস্তান্তর করে বিজিবি।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য আহত