রবিবার দুপুরে এএলবি এনিম্যাল শেল্টার অর্গানাইজেশনের হেড অব অপারেশন কর্মকর্তা ফারজানা জামান বাদী হয়ে বন্দরের মদনগঞ্জ বসুন্ধরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাব্বি হাসানকে আসামি করে এ মামলা দায়ের করেন।
জানা গেছে, বন্দরের মদনগঞ্জ বসুন্ধরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাব্বি হাসানের বেশ কয়েকটি কবুতর গত ১৩ ও ২৩ অক্টোবর বিড়ালটি মেরে ফেলে। এ ঘটনায় রাব্বি রেগে গিয়ে বিড়ালটিকে ধরে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করে এবং হত্যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। তার দেয়া এ পোস্ট ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
ফেসবুকের এ পোস্টটি বাংলাদেশ এএলবি এনিম্যাল শেল্টার অর্গানাইজেশনের চোখে পড়লে তারা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিষয়টি পর্যবেক্ষণ করেন।
পরে তারা বন্দর থানায় এসে প্রাণী কল্যাণ আইন ২০১৯ ধারার ৭ এর ২নং উপধারায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার বাদী ফারজানা জামান বলেন, ‘আমরা সারা দেশে প্রাণী কল্যাণের বিষয় নিয়ে কাজ করি। প্রাণীরা অবুঝ তাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। বিড়াল কবুতর খেয়ে ফেলা বিড়ালের অপরাধ নয়। এটা বিড়ালের সহজাত স্বভাব। কিন্তু আমরা যদি বিড়াল বা অন্য কোনো প্রাণী হত্যা করি তা শাস্তিযোগ্য অপরাধ।’
মামলা দায়েরের খবর শোনর পর থেকে বিড়াল হত্যাকারী রাব্বি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মামলার ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিড়াল হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’