বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বরগুনায় বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে।
পানিবন্দী হয়ে পড়েছে বরগুনা শহর, পাথরঘাটা, বদরখালী, মাঝেরচর, গুলিশাখালী, পাতাকাটা, ফুলঝুড়ি বাজার পুলিশ ক্যাম্প, স্বাস্থ্য ক্লিনিক, লঞ্চ ঘাটসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ।
এছাড়া অর্ধশতাধিক মাছের ঘের, পানের বরজ, আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, ভারী বৃষ্টির কারণে বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধসহ প্রায় তিন কিলোমিটার রাস্তা ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার করার দাবি জানান তারা।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহমেদ স্বপন।