করোনাভাইরাসের কারণে বর্তমানে দেশের অন্যান্য অঞ্চলের মতো ফরিদপুরেও বন্ধ রয়েছে হোটেল-রেস্তোরাঁ। আর লকডাউনে কর্মহীন দিনমজুরদের নিজেদের রান্না করে খাওয়ার মতো ব্যবস্থাও নেই। এমন অবস্থায় তাদের সহায়তায় এগিয়ে আসে জেলা পুলিশ প্রশাসন।
শহরের গোয়ালচামট মাইক্রোস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড ও ফমেক হাসপাতালের সামনে ফুটপাতে রাতযাপন করা এসব দিনমজুরদের বাড়ি দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কৃষি ও গৃহস্থালীর নানা কাজে দিন ভিত্তিতে শ্রম বিক্রি করতে এরা প্রতি বছরই ফরিদপুরে আসেন। এবার করোনার কারণে কাজ না থাকায় খাবার সংকট পোহাতে হচ্ছে তাদের।
ফরিদপুর পুলিশ লাইনের রির্জাভ অফিসার (আরও) মো. আনোয়ার হোসেন বলেন, ‘সেহেরির সময় পুলিশের পক্ষ হতে তাদের মাঝে রান্না করা খাবার দিয়ে আসা হচ্ছে। তাদের সেহেরি খাইয়ে তারপর আমরা সেখান থেকে যাই। গত ২৮ এপ্রিল হতে প্রতি রাতেই পুলিশ সদস্যরা এ কাজ করে যাচ্ছেন। পুরো রমজান মাসেই আমাদের এভাবে সেহেরি খাওয়ানোর আশা রয়েছে।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুজ্জামান বলেন, ‘কয়েক দিন আগে বগুড়ার জয়পুর এলাকার একজন দিনমজুর জানান যে তারা সেহেরির সময় খাবারের কষ্ট করছেন। বিষয়টি জানতে পেরে আমরা তাদের জন্য দুই বস্তা খাদ্য সহায়তা নিয়ে যাই। তখন তারা জানান তাদের রান্না করার ব্যবস্থা এমনকি খাবারের থালাও নেই। তারপর থেকেই তাদের জন্য রান্না করে খাবার দিয়ে আসা হচ্ছে।’
‘দুস্থদের মানবিক সহায়তা করার জন্য আমাদের কাছে সরকারি বরাদ্দ আসে না। আমরা নিজেদের বেতন হতে অর্থ সংগ্রহ করে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। এর আগেও ৭০০ লোককে আমরা মানবিক সহায়তা দিয়েছি,’ যোগ করেন তিনি।