বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম জানান, বিএমপি এলাকায় এবার চারটি পূজা মণ্ডপ বেড়ে ৮৭টি হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ ৩৬টি ও ঝুঁকিপূর্ণ ৩৭টি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিএমপি কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে মহানগর ও সদর উপজেলার পূজা মণ্ডপ কমিটির নেতাদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ কমিশনার জানান, চারটি পূজা মণ্ডপে বিরোধ রয়েছে। যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সন্ধ্যা ৬টার মধ্যে বিসর্জন দিতে হবে, আতশবাজি নিষিদ্ধ, আনসার থাকবে মন্দিরভেদে ৪, ৬ ও ৮ জন, সিসি ক্যামেরা আছে ৪৯টি পূজা মণ্ডপে এবং যে পূজা মণ্ডপগুলোর সিসি ক্যামেরা স্থাপনের সামর্থ্য নেই তাদের সহায়তা করবে পুলিশ।
তিনি বলেন, এবারের পূজায় সর্বজনীন ৭৮ ও ব্যক্তিগত ৯টি মণ্ডপে স্বেচ্ছাসেবক থাকবে ৮৪১ জন। এছাড়া, পূজা মণ্ডপকেন্দ্রিক সম্প্রীতি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, পূজাকে ঘিরে মাদক নিয়ন্ত্রণে শুধু পুলিশ নয়, সকলকে শক্ত অবস্থানে থাকতে হবে। কারো উপর দোষারপ না করে সম্মিলিতভাবে মাদক প্রতিরোধে কাজ করতে হবে।
আরও পড়ুন: দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস আইজিপি’র
বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, বরিশালে সবসময় সম্প্রীতি ছিল। এই সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। সম্প্রীতি কমিটি গঠনের মাধ্যমে পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত হবে।
সামনে নির্বাচন থাকায় সবাইকে সতর্ক হয়ে পূজা উদযাপনের আহ্বান জানান বক্তারা।
সভায় বিএমপি উপকমিশনার আলী আশরাফ ভূঁঞা, নজরুল ইসলাম, জাকির হোসেন মজুমদার, র্যাব ৮ এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম, বিএমপির অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম, মহিউদ্দিন মানিক, জেলা পরিষদের সাবেক প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সভাপতি শাহ সাজেদা, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল দুলাল, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু, মহানগরের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকারসহ বরিশাল মহানগর ও সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ত্রুটি নেই: র্যাব মহাপরিচালক