প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম অংশ হিসেবে মাসিক ভিত্তিতে পরবর্তী দুই বছরের জন্য এই পরিবরাকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ পশ্চিম তল্লা মসজিদে অনাকাঙ্ক্ষিত গ্যাস বিস্ফোরণ ঘটনায় মো. আবুল বাসার মোল্লা নিহত হন।
বিজ্ঞপ্তিতে মো. আবুল বাসার মোল্লার নিহতের ঘটনায় সাইফ পাওয়ার গ্রুপ মর্মাহত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পরিবারের আনুসঙ্গিক সাংসারিক খরচ মেটানো এবং সন্তানদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য মাসিক ভিত্তিতে পরবর্তী দুই বছরের জন্য আবুল বাসারের স্ত্রী তাজিয়া বেগমকে পঁচিশ হাজার টাকা অনুদান হিসেবে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে দেয়া হবে।
এ উপলক্ষে মঙ্গলবার সাইফ পাওয়ারটেক লিমিটেডের মহাখালী খাজা টাওয়ার সেল্স অফিসে এক অনুষ্ঠানে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন আবুল বাসার মোল্লার স্ত্রী তাজিয়া বেগমকে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
উল্লেখ্য, সাইফ পাওয়ার গ্রুপ ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক ও বৈশ্বিক সংকটে সরকারকে সহায়তা করে চলছে।
এর আগে প্রতিষ্ঠানটি কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা নগদ প্রদানসহ বিভিন্ন সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার এবং পিপিই সামগ্রী প্রদান করে।
এছাড়াও আর্তমানবতার সেবায় এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি সর্বদা দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।