মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রায়পুর গ্রামে ভাগ্নেদের হাতুড়ির আঘাতে আহত মামার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মার যান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহত আব্দুল কুদ্দুস মোল্যা (৬০) ওই গ্রামের মৃত ছত্তার মোল্যার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
আহতরা হলেন- অন্তঃসত্ত্বা সুইটি সুলতানা (২৬), নাদিমা (৩৫) ও জুয়েল রানা (৩৫)। তাদেরকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার সাথে জড়িত অভিযুক্ত ভাগ্নে মুসা উপজেলা সদরের রায়পুর গ্রামের গোলাম হোসেনের ছেলে ও আরেক ভাগ্নে ইব্রাহিম উপজেলার আড়মাঝি গ্রামের দাউদ ফকিরের ছেলে।
আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
মহম্মদপুর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, কুদ্দুস মোল্যার সাথে তার দুই বোনের ছেলেদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমির লিচু পাড়তে না দেয়ায় ৭ মে ভাগ্নের হাতে হামলার শিকার হন তিনি।
ঘটনার সময় শুক্রবার ইফতারের আগমুহূর্তে দুই বোনের ছেলে মুসা ও ইব্রাহিমের সাথে আরও ৫-৬ জন বাড়িতে এসে কুদ্দুস মোল্লার ওপর চড়াও হন। এক পর্যায়ে তাকে হাতুড়িপেটা করে পালিয়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে গতকাল শনিবার দুপুরে আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।
আরও পড়ুন: খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
ওসি জানান, এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।