মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর ঈশানবালা নামক এলাকা থেকে কাঠবডি ট্রলারে থাকা প্রায় ৮৫ মণ জাটকা জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেন কোষ্টগার্ড।
রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড ও চাঁদপুর সদর মৎস্য বিভাগের যৌথ অভিযানে বরিশালের হিজলা থানা থেকে ছেড়ে আসা ট্রলারটি ইশানবালার দিকে যাওয়ার সময় জব্দ করা হয়। পরে জাটকাসহ ট্রলারটি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ইউএনবিকে জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড এবং চাঁদপুর উপজেলা ও সদর মৎস্য দপ্তর মেঘনা নদীতে যৌথ অভিযান চালায়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানে আসনের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণালঙ্কার জব্দ
এ সময় হাইমচর উপজেলার দুর্গম চর ঈশানবালার কাছাকাছি ট্রলার থেকে প্রায় ৩ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে জাটকার সঙ্গে থাকা মালিকসহ অন্যান্য স্টাফ সবাই ট্রলার রেখে পালিয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম।
রবিবার রাতেই জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয় বলে জানান তানজিমুল ইসলাম।
আরও পড়ুন: ঢাকায় ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোলবোমা জব্দ, আটক ৩: র্যাব